মেহেদী বিহীন বিয়ের রাত

0 0

মেহেদী বিহীন বিয়ের রাত
-মুহাম্মদ সোলাইমান

আমার বিয়ের পূর্ব রাত,
মেহেদী ছাড়া ছিল হাত।
মহান আল্লাহ আমার
মনের ইচ্ছা পূরণ করলো,
হাতে মেহেদী ছাড়াই
আমার বিয়ে সম্পন্ন হলো।
মেয়েরা তো লাগাবে মেহেদী,
ছেলেরা তো নয়,
সকল সুন্দর মেয়েদের তরে,
ছেলেদেরও কিছু রয়।
সুন্নাত মতে করেছি বিয়ে
এতেই তো আমার আনন্দ,
সকল আশা হয়েছে পূরণ,
বাজে তাই সুখের ছন্দ।
মেহেদী অনুষ্ঠান হয়নি আমার
ফটোসেশন পর্ব ছিল,
ভিন্ন আয়োজন করতে পেরে
মনের আঙ্গিনায় গর্ব ছিল।
যৌতুক বিহীন বিয়ে হওয়ায়
অন্তরে সুখের ভাবনা ছিল,
আল্লাহর কাছে করুণা চেয়েছি
সুখানুভূতি তাই বেশি ছিল।

★লেখকঃ-কবি মুহাম্মদ সোলাইমান
★শিক্ষকঃ গৌড়স্থান উচ্চ বিদ্যালয়, লোহাগাড়।
★উপদেষ্টাঃ আখতারিয়া যুব ও সমাজ উন্নয়ন সংঘ, লোহাগাড়া।
★এডমিনঃ আলোকিত শিক্ষক পরিষদ সাইবার গ্রুপ।
★সহ-সভাপতিঃ আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ।
★প্রচার সম্পাদকঃ স্বাধীনতা শিক্ষক পরিষদ, লোহাগাড়া শাখা।
★সাহিত্য সম্পাদকঃ দৈনিক নয়াদিগন্ত পাঠক ফোরাম ‘প্রিয়জন লোহাগাড়া’ ও দৈনিক বীর চট্টগ্রাম পাঠক ফোরাম।

Leave A Reply

Your email address will not be published.