নোয়াপাড়া মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

0 10

নূর মোহাম্মদ, রাউজান, চট্টগ্রাম :: নোয়াপাড়া মুসলিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলণী উৎসব উদযাপন পরিষদের ব্যবস্হাপনায় গতকাল ২৮ ডিসেম্বর শনিবার ২০১৯ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া মুসলিম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদযাপন পরিষদের উপদেস্টা ডা: মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এবং শিক্ষক কাজল দাশ ও সামিমা নাসরিনের সঞ্চালনায় অনুস্টিত হয়। উক্ত পূনর্মিলণী অনুস্টানে কর্মূচির মধ্য ছিল রেলী, উদ্বোধনী পর্ব, আলোচনা সভা, সংবর্ধনা পর্ব, কেক কাটা, নাস্তা, মধ্যান্হ ভোজ, সাংস্কৃতিক অনুস্টান, ব্যান্ড শো ও র ্যাফেল ড্র প্রভৃতি।
আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মোহাম্মদ মাসূম চৌধুরী। উদ্বোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথী ছিলেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক ( প্রশাসন) ডা: কামাল হোসেন জুয়েলন, কবি ও লেখক অধ্যাপক ডা: পরিতোষ বড়ুয়া, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা বদিউল আলম ভূঁইয়া, বর্তমান প্রধান শিক্ষক টিংকু চৌধুরী প্রমুখ। অনুস্টানে অতিথী, শিক্ষক- শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও অন্যান্যদের মধ্য আরো উপস্হিত ছিলেন হাজী মোহাম্মদ নুরুল হক, ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার, সমাজসেবক মোহাম্মদ আজিজুল হক, শিক্ষিকা নাহিদা মুনমুন, শিক্ষিকা শিউলী চৌধুরী, শিক্ষিকা রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক রতন শর্মা, শিক্ষিকা সামিমা নাসরিন, বিশ্ববন্দনের ব্যাবস্হাপনা সম্পাদক নুর মোহাম্মদ, সাংবাদিক ও সংগঠক নয়ন বড়ুয়া, প্রকৌশলী মানিক বিকাশ বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম ইউসূফ উদ্দিন, সাবেক সভাপতি জাহেদুল আলম, সমাজসেবক এম খালেদ মুহাম্মদ, সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন, উদযাপন পরিষদের উপদেস্টা মোহাম্মদ আলাউদ্দিন আল কামাল, প্রকৌশলী ও অনুস্টান আহবায়ক মোহাম্মদ আনোয়ার আলম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আবু হাসান, ইফতেখার ইফতি, মোহাম্মদ আরাফাত, সদস্য সচিব মোহাম্মদ জাহেদুল আলম, মোহাম্মদ ইসকান্দর, সাজেদা আক্তার শিমু, রোকসানা আক্তার, সাবিত আলম, মোহাম্মদ বাবর, উর্মি আলম প্রমুখ। অনুস্টানে বক্তারা বলেন, সময় পরিবর্তনের ধারায় একশ বছর একটি বিশাল মাইলফলক। একসময় মানুষ মনে করত সোনা, রুপা, টাকা – পয়সা, জায়গা- জমিন আসল সম্পদ। আসলে তা নয়। একবিংশ শতাব্দীর আলল শ্লোগান হচ্ছে জ্ঞানই আসল সম্পদ। এই কথা মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা ( সা:) ও বলেছেন। আমাদের ছেলেমেয়েদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যোবোধের শিক্ষা দিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.