কোভিড ১৯ রোধে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের হাজারী লাইনে  লিফলেট বিতরণ 

0 7

এমএসকে নিউজ ডেস্ক, ২৮মার্চ২০২০, শনিবার: মোহাম্মদ মিছবাহ উদ্দিন :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৮ মার্চ শনিবার নগরীর বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় জনসচেতনতামূলক লিফলেট ও মাইকিং করা হয়। জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। হাজারী লাইনে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয় এবং বর্তমান পরিস্থিতে চট্টগ্রাম মেডিকেলের পশ্চিম গেইট থেকে প্রর্বতক মোড় এর বিভিন্ন স্থানে অবস্থিত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসীর সামনে সামাজিক দূরত্ব রক্ষার্থে বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়। এ কার্যক্রমটি চলমান থাকবে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মো: মঈনুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আবু নাঈম তামজীদ, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান গাজী ইফতেকার হোসেন ইমু, কার্যকরী পর্ষদ সদস্য তানভীর মাহিন, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, মাহবুব উল্লাহসহ যুব স্বেচ্ছাসেবকরা। কোভিড-১৯ প্রতিরোধে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয় কন্ট্রোল রুমের জরুরী নাম্বার- ০১৬৭৫-৬২৮৮৪২। কোভিড-১৯ সংক্রান্ত যে কোন সেবা পেতে হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.