বাজেটে নতুন প্রস্তাব -মুহাম্মদ সোলাইমান

0 2

বাজেটে নতুন প্রস্তাব
-মুহাম্মদ সোলাইমান

এবারের বাজেট হোক নতুন গুরুত্বপূর্ণ প্রস্তাব কিছু,
শিক্ষিতদের কর্মসংস্থান হোক না নিতে লোভের পিছু।

এবারের বাজেট চাই, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,
শিক্ষার হার দ্বিগুণ বৃদ্ধি, উন্নয়নে আনন্দে থাকতে জনগণ।

সরকারের বাজেটে এবার অনেক কিছুর বাড়ছে দাম,
মোবাইলে বল্লে কথা ঝরাবে গ্রাহক গায়ের ঘাম।

বিড়ি-সিগারেট, নেশা দ্রব্যের মূল্য দ্বিগুণ দরকার,
অপরাজনীতি-খুন বন্ধ হলে অভিনন্দন পাবে সরকার।

বিদ্যুৎ বাল্ব, মশলার দাম বাড়ানো উচিৎ নয়,
ইন্টারনেট মূল্য হ্রাস করলে ডিজিটাল বাংলার জয়।

এবারের বাজেট চাই শিক্ষিত বেকারের উন্নয়ন,
বেকারত্ব দূর করাই হবে, দঃখিদের সুখী জীবন।

বাজেট মানে পুরো বছরের আর্থিক পরিকল্পনা,
সরকারের ১২তম বাজেট স্বপ্ন সুখের আল্পনা।

দেশের ৪৯তম বাজেটে সবাই চাই, শান্তিতে থাকতে,
রাজনীতির কালো থাবায়, মানুষকে না হয় রাখতে।

ব্রিটিশ ভারতের আর্থিক প্লাণ, বাংলাদেশে অনুকরণ,
এবারের বাজেটের আকর্ষণ যেন চির হয় স্মরণ।

এবারের বাজেটে চাই, মেহনতি মানুষের কল্যাণ,
ব্যক্তি-পরিবার সমাজের যেন বদলে যায় মান।

বাজেট মানে পুরো বছরের আয়-ব্যয় হিসাব,
ক্রমোন্নতি হবে দেশ, থাকলে ইনসাফ-যাকাত নিসাব।।
—————————————–
লেখক-কবি মুহাম্মদ সোলাইমান,
★শিক্ষক-গৌড়স্থান উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া।
★উপদেষ্টা-আখতারিয়া যুব ও সমাজ উন্নয়ন সংঘ, লোহাগাড়া।
★সহ সভাপতি-আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদ, লোহাগাড়া।।
★ সাধারণ সম্পাদক-লোহাগাড়া লেখক সাংবাদিক ফোরাম
★সাধারণ সম্পাদক-লোহাগাড়া কবিতা পরিষদ।
★ এডমিন-আলোকিত শিক্ষক পরিষদ সাইবার গ্রুপ।
★ সাংগঠনিক সম্পাদক-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম।
★ প্রচার সম্পাদক-স্বাধীনতা শিক্ষক পরিষদ, লোহাগাড়া শাখা।
★কার্যনির্বাহী সদস্য-নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখা।।

Leave A Reply

Your email address will not be published.