গাছপালা প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে পরিবেশকে রক্ষা করে -এম আশরাফুল আলম

0 1

এমএসকে নিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম এর ব্যক্তিগত উদ্যোগে ২৪ জুন ২০২০ বুধবার সকাল ১১টায় ওয়ার্ডে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসুচি পালন করা হয়। এসময় কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনিভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। গাছপালা ও বনভূমি ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণ অসম্ভব। যথেষ্ট পরিমাণে গাছপালা ও বনভূমি না থাকলে পরিবেশ হবে উষ্ণ, পৃথিবী হবে মরুভূমি-ধূলিকাময়। এতে পরিবেশ হবে বিপন্ন। মানুষ পতিত হবে বহুল বিপর্যয়ে।

গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু সৈয়দ, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল-আহসান হিমেল, সংগঠক আলমগীর তুহিন প্রমুখ। পরিশেষে তিনি রোপণকৃত গাছের পরিচর্যার জন্যে সকলকে সবিশেষ অনুরোধ করেন।

Leave A Reply

Your email address will not be published.