বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

0 0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৭ অক্টোবর ২০২০ বুধবার বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু সৈয়দ, ফাউন্ডেশনের সেক্রেটারি আলহাজ্ব অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ। লায়ন এম আশরাফুল আলম শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা বিষয়ে বলেন, এ ক্যাপসুল শিশুর রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধ করে। শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।এই ভিটামিন দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির স্বাস্থ্যরক্ষার কাজ করে। দেহ বৃদ্ধি, বিশেষ করে দেহের অস্থি কাঠামোর বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে ভিটামিন ‘এ’-এর সংযোগ রয়েছে।
ভিটামিন ‘এ’ জীবাণু সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

Leave A Reply

Your email address will not be published.