করোনাকালে মানব সভ্যতা বেঁচে থাকার লড়াই চলছে!

0 0

এস এম মিজানুর রহমান, এমএসকে নিউজ, ২৬.০৭.২০২১ রোজ ; সোমবার: কোভিড-১৯ মহামারীর কারণে থমকে গেছে গোটা পৃথিবী। চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার এ যেন মানব সভ্যতা বেঁচে থাকার লড়াই। বিশ্বের ক্ষমতাশালী দেশ পর্যন্ত বিপর্যস্ত। আমাদের দেশের দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে। চলছে মৃত্যুর মিছিল হাসপাতলে জায়গার অভাব। চিকিৎসা সেবার জন্য সিট না পেয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে রোগীর স্বজনরা। করোনা টেষ্ট দিয়ে যদি রিপোর্ট পজিটিভ আসে হাসপাতালে স্বজনকে রেখে পালিয়ে যাচ্ছে অনেকেই।আবার কোভিড-১৯ আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন নিয়ে চলছে সমাজের শত বাধা-বিপত্তি। মসজিদে খাটিয়া নিতে দিচ্ছে না মসজিদে ঈমামকে দিয়ে জানাজার নামাজ পড়াতে দিচ্ছে না। স্বেচ্ছাসেবী সংগঠন যখন মৃত্যু ব্যক্তির কাফন দাফন গোসল কবর দেওয়ার জন্য গাড়ী নিয়ে যাই রাস্তা বন্ধ করে দিচ্ছে।প্রতিনিয়ত এমনি দেখা যাচ্ছে সমাজে। আমরা একটু সচেতন হলে স্বাস্থ্যবিধি মেনে চললে মহামারী ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। গ্রাম গঞ্জের স্বাস্থ্যবিধির বলায় বলতে কিছু নাই। চলছে লকডাউন কিন্তু গ্রামগঞ্জে দোকানপাট খোলা থাকায় চায়ের দোকানে বসে সবাই চলছে আজাইরা গল্প। পুলিশ আসতেছে খবর পেলে দোকানপাট বন্ধ করে, চলে যাওয়ার পর আবার পুনরায় চালু করে আবার গল্পগুজব শুরু করে। গ্রামের মানুষ যতো দিন সচেতন না হবে আক্রান্তের কমনোর সম্ভাবনা নাই। আর এই লকডাউনে খেযে না খেয়ে দিন পার করছে গরিব আর মধ্যবিত্ত পরিবার। শপিংমল বন্ধ, পর্যটক কেন্দ্র বন্ধ, পরিবহণ বন্ধের কারণে বিপাকে। তারা পাচ্ছে না কোনো সরকারি ও বেসরকারি সহযোগীতা, আর যারা ত্রাণ সহযোগীতা পাচ্ছে তা নিয়ে পরিবারের চলা খুবই কষ্টকর । ধণকূপ ওয়ালারা আগের মতো ত্রাণ দিচ্ছেন না।

Leave A Reply

Your email address will not be published.