সোলাইমান কাসেমী একজন বহুমাত্রিক লেখক ও গবেষক

0 14

নিউজ ডেস্ক: অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এম সোলাইমান কাসেমী একজন বহুমাত্রিক লেখক ও ইসলামী গবেষক। শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি তাঁর আগ্রহ ও মূল গবেষণার বিষয় হলেও তিনি ধর্ম, সাহিত্য, সাংবাদিকতা,সমাজ,সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেন সহজে, অনায়াসে। পত্র-পত্রিকায় অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী নামেও লিখে থাকেন। তাঁর সাফল্যের মূল চাবিকাঠি তীক্ষ্ণধী ও পরিশ্রম। তিনি চট্টগ্রাম ও ঢাকার পত্র-পত্রিকা এবং অনলাইনে নিয়মিত লিখে সচেতন পাঠক ও লেখকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন।পেশায় শিক্ষক তিনি। চট্টগ্রামের লোহাগাড়ায় তাঁর জন্ম।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে প্রথম শ্রেণিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী নিয়েছেন। বর্তমানে এম.ফিল ইসলামী গবেষণার কাজ করছেন। পরবর্তীকালে স্টার মার্কসহ ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হতে বি.এ পাস ও এম.এ হাদিস মুহাদ্দিস পাস করেন। তাছাড়া বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে সি.এড ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ড হতে ডি.এইচ.এম.এস পাস করেন। তাঁর সম্পাদিত ও প্রকাশিত গ্রন্হের সংখ্যা ৪০ টির উপরে। তিনি রহমানিয়া কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, আজগরিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম লেখক-সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, লোহাগাড়া লেখক-সাংবাদিক ফোরামের সভাপতি ও আল মারিফ হজ্ব কাফেলার ম্যানেজিং ডিরেক্টর। লোহাগাড়া-সাতকানিয়া থেকে প্রকাশিত আলোকিত লোহাগাড়া-সাতকানিয়া ও এমএসকেনিউজ২৪ডটকম এর সম্পাদক। তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা’ ২০১০, শিক্ষায় বিশেষ অবদানের জন্য ‘একুশে স্বর্ণপদক’ ২০১১, শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা স্বর্ণপদক ‘ ২০১২ ও লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ২০১৭ এর পদক লাভ করেন।

লেখক : অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম।

Leave A Reply

Your email address will not be published.