সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

0 12

জিহানুর রহমান চৌধুরী :: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০১৯ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুলিশ, আনসার, ভিডিপি সহ স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও আলোচনা সভা। সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিসেস রিজিয়া রেজা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাছানুজ্জামান মোল্যা, উপজেলা চেয়ারম্যান এম.এ. মোতালেব সিআইপি, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া পৌর মেয়র মো: জোবায়ের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজিসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির আত্মপরিচয়ের এবং সবচেয়ে গৌরবময় দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় বাঙালি জাতিকে আত্মমর্যাদা লাভের সুযোগ এনে দেয়। তিনি বলেন, সংগত কারণে গৌরব ও অহংকারের দিনটির গুরুত্ব ও তাৎপর্য দেশপ্রেমিক বাঙালির কাছে সীমাহীন।

 

Leave A Reply

Your email address will not be published.