লোহাগাড়া ডক্টরস্ ফোরাম’র হেল্প লাইনে চিকিৎসা সেবা চালু

0 0

মোজাহিদ, লোহাগাড়া : বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির ভয়াবহতা নিয়ে মানুষ এখন দিন কাটাচ্ছে আতঙ্কে। সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হারও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিভিন্ন দেশে ছোটবড় অনেক শহর অবরুদ্ধ করে দেয়া হচ্ছে। সরকারীভাবে বহু মানুষকে জনবিচ্ছিন্ন অবস্থায় থাকতে বাধ্য করা হচ্ছে। কিন্তু এই উদ্বেগপূর্ণ সময়ের মধ্যে চিকিৎসা সহায়তার জন্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় “লোহাগাড়া ডক্টরস্ ফোরাম’র উদ্দ্যেগে জরুরি মেডিকেল ও ডেন্টাল হেল্প লাইন চালু করা হয়েছে।

স্থানীয় জনগণ হেল্প লাইন নাম্বারগুলোতে ফোন করে হাসপাতালে না এসেই এখন সরকারী ও বেসরকারী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে
বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।

লোহাগাড়া ডক্টরস্ ফোরামের আহবায়ক ডা: সাইফুল ইসলাম টিপু চৌধুরী জানান এই সেবা চালুর ফলে গ্রাম বা প্রত্যন্ত এলাকায় বসবাসরত ধনী-গরীব সকলের জন্যই বিনামূল্যে চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। জরুরী প্রয়োজনে বা পথের দুরত্বের কারণে চিকিৎসা পরামর্শ পেতে আর দেরী করার প্রয়োজন নেই। যে রোগের চিকিৎসা বাড়িতে বসেই সম্ভব ( যেমন- সাধারণ সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা, পাতলা পায়খানা) তার জন্য হাসপাতালে আসার প্রয়োজন নেই। যে চিকিৎসা গ্রামের কমিউনিটি ক্লিনিকেই সম্ভব তার জন্য উপজেলা বা জেলা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। আবার যে রোগটি জটিল এবং আশু চিকিৎসা প্রয়োজন তার জন্য অযথা এখানে সেখানে ঘোরাঘুরিতে সময় নষ্ট না করে বড় হাসপাতালে যাওয়ার পরামর্শটিও পাওয়া সম্ভব একটি মাত্র ফোন কল করেই। ব্যস্ত মানুষেরাও রোগের শুরুতেই পরামর্শ নিতে পারেন চিকিৎসকের। এর ফলে রোগ জটিল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। তাছাড়া, এ সেবার মাধ্যমে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল এবং অন্যান্য রোগীদের কাছে থেকে করোনা ভাইরাস (COVID-19) কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যাবে। এভাবে মরণঘ্যাতী এ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জরুরি হেল্প লাইনে সেবা প্রদানের জন্য তালিকাভুক্ত ডাক্তারদের নাম ও মোবাইল নাম্বার :
মেডিকেল হেল্প লাইন নাম্বারঃ (১) ডা. তারেক আহমেদ- 01912097329 (শুধুমাত্র Whatsapp/IMO) (২) ডা. মোহাম্মদ আলী- 01678-123223, (৩) ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী- 01759198098, (৪) ডা. সবুজ কান্তি নাথ- 01674784120, (৫)ডা. ইকবাল হোসেন- 01716-735389, (৬) ডা. শেখ মুহাম্মদ ফয়সাল-01877131360, (৭) ডা. হেলাল উদ্দীন- 01811421455, (৮) ডা. তাসবিরুল হাসান জিহান- 01812345501 (৯) ডা. মোমিনুল ইসলাম – 01536050487, (১০)ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম- 01521553668, (১১) ডা. আইনান মাহমুদ শাহরিয়াদ – 01818653525, (১২) ডা. মোহাম্মদ ইমরানুল হক – 01883833965, (১৩) ডা. মিশকাতুর রহমান – 01832871578, (১৪) ডা. আছফিয়া মেহের- 01836479858, (১৫) ডা. সাখাওয়াত হোসাইন টুটুল-01824692939, (১৬) ডা. আবু আদনান মোঃ সাঈদী- 01845317321, (১৭) ডা. মাসুম বিল্লাহ- 01622179481, (১৮) ডা. নুরুল আমিন- 01521-487917 #
ডেন্টাল হেল্প লাইন নাম্বারঃ ( ১) ডা. মুহাম্মদ ইসমাঈল- 01840145410, (২) ডা. মোঃ নেছারুল হক- 01851272236, (৩) ডা. এ ডব্লিউ এম তাহমিদ- 01881468708, ( ৪) ডা. ডব্লিউ এম সিফাত- 01673872180, ( ৫) ডা. আরিফুল ইসলাম – 01644273906 #

Leave A Reply

Your email address will not be published.