সাতকানিয়া লোহাগাড়ার মানুষের জন্যই নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী’র পথচলা

0 22

দেলোয়ার হোসেন বেলাল :: বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে গণমানুষের হৃদয়ের ব্যথা বেদনা নিজ কানে শ্রবন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাতকানিয়া-লোহাগাড়া’র নারীজাগরণের অগ্রদূত ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট নারীনেত্রী, শিক্ষানুরাগী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। সাতকানিয়া লোহাগাড়ার সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ চিরতরে বিদায় করার জন্য যে মিশন নিয়ে এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলেছেন, তারই হাতে একদিন সাতকানিয়া লোহাগাড়ার এই ব্যাধি দূর হবে ইনশা-আল্লাহ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সবাই নারীদেরকে নিয়ে ধর্মের দোহায় দিয়ে নিজের স্বার্থ হাসিলে মগ্ন ছিলেন, কিন্তু মিসেস রিজিয়া রেজা চৌধুরী একমাত্র মহিলা যিনি দ্বারে দ্বারে গিয়ে মহিলাদের সচেতন করেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করেছেন, কিন্তু কিছু পাওয়ার উদ্দেশ্য ছিলনা। শুধুমাত্র তাদের উপর সাতকানিয়া লোহাগাড়ার মানুষ যে গুরু দায়িত্ব তুলে দিয়েছেন তার সঠিক দেখভালের লক্ষ্য নিয়েই তাঁর পথচলা। আজকে সাতকানিয়া লোহাগাড়ার নারীরা যে সচেতন, তাদের সচেতনতা বৃদ্ধি করা সরাসরি মিসেস রিজিয়া রেজা চৌধুরী’র অনন্য অবদান। যা দুই-তৃতীয়াংশ মানুষ বুকে হাত দিয়ে বলবে। তিনি নিন্দুকের নিন্দনীয় কথা গুলোকে পুরাতন সিন্ধুকে সঠিকভাবে বন্দী করতে পেরেছেন বলেই আজকে পর্যন্ত তাঁর এই অগ্রযাত্রা। অবশেষে তাঁর পথচলা শুভ হোক এবং সেই সাথে মহান আল্লাহর দরবারে তাঁর দীর্ঘায়ূ কামনা করছি।

Leave A Reply

Your email address will not be published.