বৃহত্তর বাকলিয়ায় ব্যক্তি উদ্যোগে হচ্ছে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার

0 0

এম সোলাইমান কাসেমী :: মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, ব্যক্তিগত উদ্যোগে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার ও আইসিইউ হাসপাতাল গড়ে তুলতে হবে। চট্টগ্রামে মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ মানবতাবাদী। একাত্তরের মুক্তির সংগ্রামে ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে যেকোনো দূর্যোগ মোকাবিলাতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। একই সাথে সময়ের সাহসী যোদ্ধা ডাক্তার, নার্সদের ও মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। নগরীর বাকলিয়ায় ব্যক্তি উদ্যোগে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার করছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

কালামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক সেন্টারে “মুক্তি আইসোলেশন সেন্টার” নামে করোনা ডেডিকেটেড সেন্টারটি প্রস্তুত করা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ কোভিড পজিটিভ রোগীদের সেবা দেয়া হবে। তিনি করোনা চিকিৎসায় শিল্পপতি ও ব্যবসায়ীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় আইসোলেশন সেন্টারটির অগ্রগতি পরিদর্শনে যান মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। এসময় তাঁর সাথে ছিলেন সাবেক সিভিল সার্জন ড. সরফরাজ খান চৌধুরী বাবুল, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল ডা. নাসির উদ্দিন মাহমুদ, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের চেয়ারম্যান বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান, স্থানীয় কাউন্সিলর মোঃ হারুনর রশীদ,কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, ট্রেড ইউনিয়ন নেতা মো ইফতেখার কামাল খান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.