ভার্চ্যুয়াল ভোটিংয়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর কমিটি গঠিত

0 4

এম সোলাইমান কাসেমী :: ভার্চ্যুয়াল ভোটিংয়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর কমিটি গঠিত হয়েছে।  এতে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের সহকারি অধ্যাপক (হিসাববিজ্ঞান) মোহাম্মদ ইকবাল ও সাধারণ সম্পাদক জামালখান কুসুমকুমারী স্কুলের সহকারী শিক্ষিকা লুৎফুন্নেছা খানম।

<script data-ad-client=”ca-pub-9384997528178029″ async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>

গতকাল ২২-৬-২০২০ খ্রীস্টাব্দে চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক (গণিত)  মুহাম্মাদ আখতার হোসাইন কুতুবী’র সভাপতিত্বে ভার্চুয়াল অনলাইন এম্বাসেডর স্যারদের গুগল ফর্মের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন আইসিটি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্মকর্তা অভিজিৎ সাহা।

মিটিংয়ের শুরুতেই বিগত কমিটির সদস্যগণ তাদের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন এবং নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন।
প্রায় তিন ঘন্টা অ্যম্বাসেডরগণ নিজ নিজ অভিমত ও অভিজ্ঞতা বিনিময় করেন। সভাপতি মহোদয়ক সম্পুর্ন গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনুসরণ যার যার আইডিতে একটি গুগল ফরম প্রেরণ করেন এবং পছন্দের ব্যক্তিকে ভোট দেয়ার জন্য আহবান করেন। সম্মানিত অ্যম্বাসেডররা পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করেন, প্রক্রিয়াটি খুবই নিরপেক্ষ, গণতান্ত্রিক ও নির্ভেজাল ছিল।
২০২০-২০২১ গুগল ফরমের মাধ্যমে গোপন ভোটে নির্বাচিতরা হলেন।
১.সভাপতি –  মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক(হিসাববিজ্ঞান) বাংলাদেশ নৌবাহিনী কলেজ,চট্টগ্রাম।
২. সহ সভাপতি -কাজী মোঃ আবদুল হান্নান, অধ্যক্ষ, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদরাসা, আনোয়ারা, চট্টগ্রাম।
৩. সাধারণ সম্পাদক – লুৎফুন্নেছা খানম,সহকারি শিক্ষক, জামাল খান কুসুমকুমারী স্কুল
৪.সাংগঠনিক সম্পাদক – মোহাম্মদ আবদুল মান্নান সুমন, সহকারী শিক্ষক, হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
৫. অর্থ সসম্পাদক -মুহাম্মদ আবদুস ছোবহান,সহকারী শিক্ষক, কধুরখিল সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
৬. প্রচার সম্পাদক -মুহাম্মদ মহিউদ্দিন ওসমানী
মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয় মীরসরাই চট্টগ্রাম চট্টগ্রাম।

<script data-ad-client=”ca-pub-9384997528178029″ async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
৭.শিক্ষা বিষয়ক সম্পাদক – এসএম রাসেল উদ্দিন, সহকারী শিক্ষক, পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম।
★★ এক্সিকিউটিভ সদস্য
৮.শব্বরী দে, প্রভাষক -রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম।
৯.শাহাব উদ্দিন মাহমুদ , সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম।
১০. মুহাম্মদ শাহ জাহান, সহকারী শিক্ষক, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা, লোহাগড়া, চট্টগ্রাম।
১১. দিলকুশা খানম সহকারী শিক্ষক
চিটাগাং আইডিয়্যাল হাই স্কুল, চট্টগ্রাম।
১২.রফরফের নুর সিদ্দিকা, সহকারী শিক্ষক, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
১৩.গোবিন্দ চন্দ্র দাস, সহকারী শিক্ষক।

Leave A Reply

Your email address will not be published.