চট্টগ্রামে ফারুক-আমিন হেল্প ক্যারিয়ারের উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

0 0

নিজস্ব প্রতিবেদক :: নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডবাসীর কল্যাণে অসুস্থ করোনা ও সাধারণ রোগীর প্রয়োজনে তাৎক্ষনিক অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ফারুক-আমিন হেল্প ক্যারিয়ারের উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্জুন আরা বেগম, সাইফুল ইসলাম সিদ্দিকী, নজরুল ইসলাম সিদ্দিকী, আরমানুল ইসলাম সিদ্দিকী,মোরশেদুল ইসলাম সিদ্দিকী, সংগঠনের প্রধান পৃষ্টপোষক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মো. নুরুল আবছার, সংগঠক যুবরাজ দাশ, মো. অহিদ, মো. হাবীব ও মো. সাকিব প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্টপোষক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল বলেন, করোনাকালে মানুষের পাশে থাকুন। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনাকাল এখন খুবই ভয়াবহ। নাগরিক জীবনে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। প্রতিটি নাগরিককে মাস্ক পড়া নিশ্চিত করতে হবে। বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, যে কোনভাবে সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্টি করে আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং ধৈর্য ও সাহসের সাথে একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে।

Leave A Reply

Your email address will not be published.