মিজানুর রহমান মারুফ ব্যতিক্রম উদ্যোগ নিয়ে কাঞ্চনা ইউনিয়নবাসীর পাশে

0 0

নিউজ ডেস্ক :: বিশ্ব মহামারি করোনা ভাইরাসে দূর্যোগে যখন কাঞ্চনা ইউনিয়নের কর্মহীন, দিনমজুর, হতদরিদ্র, শ্রমিক ও মধ্যবিত্ত দের পাশে ১ম ধাপে নিত্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে কাঞ্চনা ইউনিয়ন বাসীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মিজানুর রহমান মারুফ ২য় ধাপে রমজানের আগে নিজের পালিত গরু জবাই করে কাঞ্চনাবাসীর মাঝে বিলিয়ে দেন ৩য় ধাপে ইফতার সামগ্রী নিয়ে কাঞ্চনাবাসীর পাশে দাঁড়ালে ৪র্থ ধাপে কাঞ্চনা ইউনিয়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং ৫ম ধাপে কাঞ্চনা ইউনিয়নের কর্মহীন, দিনমজুর, হতদরিদ্র, শ্রমিক ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এবং আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেন মিজানুর রহমান মারুফ উল্লেখ্য রমজানের আগে নিজের পালিত গরু জবাই করে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেন।

কাঞ্চনা ইউনিয়নের সকল মসজিদের আলেম ওলামাদের মাজে নিজস্ব তহবিল হতে ঈদ উপহার নগদ অর্থ বিতরন করেছেন,,

গত ২২ মে রোজ শুক্কুরবার মিজানুর রহমান মারুফ এর উপস্থিতে সকল আলেম ওলামা কেরাম গন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কবল থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য কাঞ্চনা হাইস্কুল সংলগ্ন জামে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে এক দোয়া মাহফিলে সুমধুর কন্ঠে আকাশের দিকে দুহাত তোলে পৃথিবীর বুকে করোনা মুক্ত করে আবার পর্বের ন্যায় স্বাভাবিক জনজীবনে ফিরে পাওয়ার জন্য মহান আল্লার দরবারে দোয়া প্রার্থনা করেন।

এসময় একজন আলেম দীর্ঘস্সাশ ছেড়ে বলেন
মরুর বুকে তৃষ্ণার্ত পাখিরা একপশলা বৃষ্টি পেলে যেমন হয় আজ আমাদের ও এমনটায় মনে হচ্ছে

হে আল্লাহ সকল সামর্থ্যবান মানুষকে এই দুর্যোগময় মুহুর্তে মারুফ ভাইয়ের মতো সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে দিন আমিন।

Leave A Reply

Your email address will not be published.