আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী হুজুরের ইন্তেকালে বিভিন্ন দরবারের শোক প্রকাশ 

0 0

নূর মোহাম্মদ, রাউজান :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আধার মানিক দরবার শরিফের পীর, ছদরুল আফাযেল সৈয়দ নইমুদ্দিন মুরদাবাদীর বিশিষ্ট খলিফা, আওলাদে রাসূল, কুতুবে জমান, পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ আব্দুল জলিল আল হাসানী (রহঃ) এর প্রধান খলিফা ইমাম আহলে সুন্নাত ওয়াল জামআত,বিশিষ্ট পীরে মাশায়েখ, উস্তাজুল মোহাদ্দিসীন, ভাষা সৈনিক, বহু কিতাবাদী – গ্রন্থের প্রনেতা হযরত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহঃ). । তিনি ছিলেন অত্র দরবারের একনিষ্ঠ মুরিদ ও প্রধান খলিফা । ওস্তাদুল উলামা, পথভ্রষ্ট মানুষের পথপ্রদর্শক, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র। চট্টগ্রাস জেলার পাঁচলাইশ থানাধীন কুলগাঁও, জালালাবাদ নিবাসী মহান এই সূফীসাধকের ওফাত হয় ২মে ভোর ৫ টায়। এই মহান আলেমেদ্বীন বাংলাদেশের আরেক উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা গাজী শেরে বাংলা ( রহ:) এর ঘণিস্ট আত্বীয়।
সুন্নি জনতা তথা বিশ্ব সম্প্রদায় হারাল বিশ্ব বিখ্যাত মাশায়েখ, লেখক, গবেষক, ভাষা সৈনিক, সুন্নিয়তের অভিভাবক, বিখ্যাত সুফি সাধক, । এই ইলমের জাহাজের ওফাতে যে অপূরণীয় শূণ্যতা সৃস্টি হল তা কখনো পূরণ হবে না। তাঁহার ওফাতে রাউজান উপজেলার আধার মানিক দরবার শরিফের সকল আওলাদেরর পক্ষে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন শাহজাদা মওলানা সৈয়দ কবির আহমদ আল হাসানী, শাহজাদা সৈয়দ গিয়াস উদ্দিন আল হাসানী ও শাহজাদা সৈয়দ নেছার উদ্দিন আল হাসানী।

Leave A Reply

Your email address will not be published.