মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ড. আবু রেজা নদভী এমপি’র গভীর শোক জ্ঞাপন

0 9

এমএসকে নিউজ :: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৭৫ এ জেলখানায় হত্যাকাণ্ডের শিকার জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিবৃতিতে তিনি বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি ছিলেন মোহাম্মদ নাসিম। মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা। নীতির প্রশ্নে আপসহীন, জনকল্যাণে নিবেদিত, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বরাবরই ছিলেন অবিচল। ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের সরকারের সময় তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র হিসেবে অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছিলেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ড. আবু রেজা নদভী এমপি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ একজন নিবেদিত প্রাণ রাজনীতিককে হারালো। দেশের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ নাসিমের নাম চির ভাস্বর হয়ে থাকবে। জাতি চিরদিন তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ড.আবু রেজা নদভী এমপি মরহুম মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave A Reply

Your email address will not be published.