আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালন

0 4

নিজস্ব প্রতিবেদক :  পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। গাছে গাছে সবুজ দেশ, গড়বো মোরা আলোকিত বাংলাদেশ -এ স্লোগানকে প্রতিপাদ্য করে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর এখলাসুর রহমান স্কুলে ফাউন্ডেশনের সভাপতি সংগঠক-লেখক যিকরু হাবিবীল ওয়াহেদের সভাপতিত্বে এ বছরের বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২৬ জুলাই   বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর মানবাধিকার নেতা  আমিনুল হক বাবু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর  লায়ন এম আশরাফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক দেবদুলাল ভৌমিক, ক্যাব নেতা জানে আলম, সমাজসেবী  নেছার আহমদ খাঁন, কলামিস্ট দিদার কাদেরী। এতে আরো উপস্থিত ছিলেন  রাজন পাল, ইফতেখার ইফতি, আকরাম ভুঁইয়াসহ স্কুলের বিপুল ছাত্র ছাত্রী। অতিথির বক্তব্যে মানবাধিকার নেতা আমিনুল হক বাবু বলেন-গাছ আমাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচায়। তাই বেশি করে গাছ রোপণ এবং পরিচর্যা করা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। কাউন্সিলর  এম আশরাফুল আলম বলেন- বৃক্ষরোপণ ধর্মীয় ও সামাজিক উভয় দিক হতে ভাল কাজ। তিনি আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের মতো সকল সামাজিক সংগঠনকে বৃক্ষরোপণ কর্মসূচি করার আহ্বান জানান। পরিশেষে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষুধী- ফলজ গাছের চারা বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave A Reply

Your email address will not be published.