স্বাশিপ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাশিপ চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

0 0

বেসরকারী শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট,বৈশাখী ভাতা প্রদান, স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু’র প্রাণনাশের হুমকীদাতাকে গ্রেফতার ও শাস্তিদান, কলেজ শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা তুলে দিয়ে শিক্ষককতার অভিজ্ঞতা এবং গবেষণা প্রবন্ধ, এমফিল ও পিএইচডি ডিগ্রিকে মাপকাঠি নির্ধারণ করে নীতিমালা তৈরি করা, একইভাবে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের নতুন নীতিমালা বাতিল করে পূর্বের নীতিমালার সাথে উপরোক্ত ডিগ্রিসমুহ অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করার বিধান করে নীতিমালা সংশোধনীর দাবী করা হয়। এছাড়া পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধন সফল করায় জেলার বিভিন্ন থানা থেকে আগত স্বাশিপ নেতৃবৃন্দ,স্কুল,কলেজ ও মাদরাসা প্রধান,
শিক্ষক-কর্মচারীবৃন্দ,সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা,পুলিশ প্রশাসন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Leave A Reply

Your email address will not be published.