করোনা মহাযুদ্ধ ত্রাস -মুহাম্মদ সোলাইমান

0 0

করোনা মহাযুদ্ধ ত্রাশ
-মুহাম্মদ সোলাইমান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি ‘করোনা ভাইরাস,
পুরো বিশ্বে ছড়িয়েছে করোনা মহাযুদ্ধ ত্রাশ।
এ মহামারি হতে রক্ষায় আল্লাহর কাছে পানাহ চাই,
বিশ্বমালিক ক্ষমা কর তুমি ছাড়া দয়াল কেহ নাই।
বাঁচতে হলে সবাইকে জানতে হবে,
করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে।
সাবান দিয়ে হাত ধৌত করতে হবে, মুখ ধরা যাবেনা,
পরিস্কার-পরিচ্ছন্ন না থাকলেই রক্ষা তুমি কভু পাবেনা।
এই করোনা মহামারি যুদ্ধে থাকতে হবে তোমাকে ঘরে,
সরকারি আদেশ পালনে তুমি সুস্থ জীবন পাবে ফিরে।
হাঁচি-কাঁশির সময় রুমাল-কনুই দিয়ে মুখ ঢাকো,
করমর্দন কোলাকুলি হতে নিজ-অন্যকে সর্বদা বিরত রাখো।
মাছ-মাংস, ডিম, সকল খাবার ফুটিয়ে রান্না করো,
জনসমাগম এড়িয়ে চলে জীবন বাঁচার সঠিক পথ ধরো।
ভিটামিন সি বেশি খাও লেবু, টমেটো, পেয়ারা জাম্বুরা, আপেল,
বিদেশ আগত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকলে জরিমান-জেল।
হাতে গ্লাভস, মুখে মাস্ক সারাক্ষণ লাগাবে,
বেদরকারি বাহির নিষেদ সচেতনতা জাগাবে।
প্রচুর ফলের রস, পানি বেশি পান করুন,
করোনা থেকে নিজেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মনে চলুন।
করোনা মহামারি থেকে বাঁচতে হলে লাগবে আল্লাহর কৃপা,
গুনাহ থেকে তওবা করলে দেবে মহান আল্লাহ শেফা।
নিজে নিরাপদ থেকে অন্যকে রাখুন সদা নিরাপদ,
সচেতনতাই বাঁচবে মানুষ, দূর হবে বালা-মছিবত।
দেশ-বিদেশ জনশূন্যতা মহামারি করোনা ভাইরাসে,
পবিত্র ঈমানে পরিবেশ সুন্দর রাখো চারপাশে।।
——————————————
লেখক-কবি মুহাম্মদ সোলাইমান
★উপদেষ্টা-আখতারিয়া যুব ও সমাজ উন্নয়ন সংঘ, লোহাগাড়া।
★সহ সভাপতি-প্রাক্তন ছাত্র সংসদ ‘আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা, লোহাগড়া।
★সাধারণ সম্পাদক-লোহাগাড়া লেখক সাংবাদিক ফোরাম ও লোহাগাড়া কবিতা পরিষদ।
★ এডমিন-আলোকিত শিক্ষক পরিষদ সাইবার গ্রুপ।
★ সাংগঠনিক সম্পাদক-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম।
★ প্রচার সম্পাদক-স্বাধীনতা শিক্ষক পরিষদ, লোহাগাড়া শাখা।
★কার্যনির্বাহী সদস্য-নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখা।।

Leave A Reply

Your email address will not be published.