৪০তম বিসিএস প্রত্যাশীদের জন্য মওদুদ আহমদ ভুইয়ার পরামর্শ 

0 0

এনামুল হক তাসনিম,চট্টগ্রাম : প্রস্তুতির শুরুতেই সবাই একগাদা প্রিলি গাইডবই কিনে পড়া আরম্ভকরে, প্রকৃত বিসিএস প্রত্যাশীদের কাছে এমনটা মোটেও কাম্য নয়।
.
আপনার লক্ষ্য নিশ্চই ক্যাডার হওয়া, শুধু প্রিলি. পাশ করা না। সুতরাং, প্রথম থেকেই এমনভাবে প্রস্তুতি শুরু করতে হবে, যেন রিটেন এবং ভাইভায়ও তা কাজে লাগে। মনে রাখবেন, প্রিলি. বিসিএস-এর মূল কোন পরীক্ষা না! এটা বিসিএস দেয়ার জন্য যোগ্যতা অর্জনের পরীক্ষা মাত্র! এক কথায় ইয়েস কার্ড পাওয়ার লড়াই। এই পরীক্ষার নাম্বার কোথাও যোগ হবেনা।
.
আসল পরীক্ষা হল লিখিত এবং ভাইভা। এই দুটি পরীক্ষার নাম্বারের উপর নির্ভর করেই আপনি ক্যাডার হবেন। তাই, প্রথমে মৌলিক বই দিয়ে প্রস্তুতি শুরু করাটা অত্যন্ত জরুরি। প্রিলি. পরীক্ষার ৫/৬ মাস আগ থেকে একসেট গাইড কিনে পড়লেই পাশ করতে পারবেন। সুতরাং এখন থেকেই গাইডবই পড়ে নিজেকে সীমাবদ্ধ করে রাখবেননা।
.
♦যা যা করবেন♦
.
*নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করুন। অন্তত অর্থ-বানিজ্য, আন্তর্জাতিক,সম্পাদকীয় এই পাতাগুলো হলেও পড়বেন।
*দৈনিক একটু একটু করে পত্রিকা Translation and Retranslation প্র্যাকটিস করুন।
*নিম্নক্ত বইগুলো সংগ্রহ করে, দীর্ঘমেয়াদি একটা প্ল্যান করে চলতে থাকুন।

#বাংলা:
>নবম-দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই।
>সাহিত্য জিজ্ঞাসা -ড. সৌমিত্র শেখর।
>লাল নীল দীপাবলি -হুমায়ুন আজাদ।

#গণিত:
>সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বোর্ড বই(old version)

#মানসিক_দক্ষতা:
>ওরাকল/প্রফেসর’স রিটেন গাইড।
>www.indiabix এই ওয়েব সাইট থেকে পড়তে পারেন।

#ইংরেজি:
>Common Mistakes in English -TJ Fitikides.
>ABC of English literature.
>English for Competitive Exam -Fazlul Haque, Professor’s Publication.
>Applied English Grammar and Composition -P.C Das.
>Daily English Newspaper.

#বিজ্ঞান_ও_প্রযুক্তি:
>অষ্টম ও নবম শ্রেণীর সাধারন বিজ্ঞান(old version)
>উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান।
>উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
-প্রকৌশলী মুজিবুর রহমান।

#বাংলাদেশ
>গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
>উচ্চ মাধ্যমিক পৌরনীতি -মোজাম্মেল হক।
>নবম-দশম শ্রেণীর- ইতিহাস, ভূগোল এবং সামাজিক বিজ্ঞান(old version)
>অসমাপ্ত আত্মজীবনী -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
>বাংলাদেশের মানচিত্র।

#আন্তর্জাতিক
>অষ্টম এবং নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
>আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি
-শাহ্ মু.আব্দুল হাই
>বিশ্বের মানচিত্র।
——————————————————————
এত্ত বড় লিস্ট দেখে ভয় পাবেন না, সব বইয়ের সব কিছু পড়তে হবেনা।
.
♦কি করবেন, আর কি পড়বেন?♦–

>বিগত বিসিএস-এর, অর্থাৎ ১০তম-৩৬তম প্রশ্নগুলোর জন্য একটা প্রশ্নব্যাংক কিনবেন।
>bpsc এর ওয়েব সাইটে তে গিয়ে প্রিলি.-র সিলেবাসটা নিবেন।
এবার মনদিয়ে প্রশ্নগুলো ২ বার পড়ে ফেলুন, রাস্তা চেনা হয়েগেল! সিলেবাসটা একবার ভালোকরে দেখুন, রাস্তা ক্লিয়ার হয়েগেল!
এবার হাটা শুরু, আর ঠেকায় কে!
চলছে গাড়ি,বিসিএস বাড়ি…

আপনাদের সাথেই আছি..
Good wishes for you!

Assistant Commissioner of Taxes(BCS taxation cadre)

Leave A Reply

Your email address will not be published.