কুয়াশায় ঢাকা আমাদের গাঁ -মুহাম্মদ সোলাইমান

0 0

কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
-মুহাম্মদ সোলাইমান

কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
ঝরে শিশির বিন্দু,
আরো অনেক পড়লে শিশির
নদী হবে সিন্ধু।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
কিছুই দেখা যায়না,
ধোঁয়ার মতন চারদিক সব
সূর্যের আলো পায় না।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
শীতল হাওয়া বয়,
ভোরের পাখি জেগে উঠে
কথাটি যেন কয়।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
পায়না খোঁজে পথ,
মিলে মিশে থাকব শীতে
করব মোরা শপথ।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
আলো-কুয়াশার মিলন খেলা,
সকালটাই সন্ধ্যা মনে হয়
রবির দেখা বাড়িলে বেলা।।

★লেখক : কবি-সাহিত্যিক, শিক্ষক ও সংগঠক।।

Leave A Reply

Your email address will not be published.