বাংলার বিজয় ও মুক্তিযুদ্ধ -মুহাম্মদ সোলাইমান

0 4

বাংলার বিজয় ও মুক্তিযুদ্ধ
-মুহাম্মদ সোলাইমান

ডিসেম্বরের ষোল তারিখ
বড়ই মহান গৌরবের
বাংলাদেশের এ বিজয় যেন
ফুলের মহৎ সৌরভের।

মুক্তিবাহীনি যুদ্ধ করে
আনল দেশের মুক্তি,
ত্রিশ লাখের প্রাণের বিনিময়ে
অর্জিত দেশের শক্তি।

হাজার তরুণ অস্ত্র ধরে
আনল এদেশ বিজয়,
দেশের তরে জীবন দিয়ে
রাখল মান অক্ষয়।

সেই থেকে অর্জিত হয়
স্বাধীন দেশের নিশান,
রক্ষা করা কঠিন না হোক
বাংলাদেশের বিজয় মান।

একাত্তর সালে রক্তঝরা
স্বাধীনতার মহা সংগ্রাম,
এ শ্লোগানটি মুখরিত হল
সর্বত্র শহর গ্রাম।

সুদীর্ঘ ন’মাস যুদ্ধের পর
বাংলার স্বাধীন মহা বিজয়,
মুক্তিযোদ্ধাদের মহা অবদান
হবেনা যে কভু ক্ষয়।

বিজয় দিবস ষোল ডিসেম্বর
অনেক ত্যাগ-সাধনার ফল,
মুক্তিযোদ্ধার করুণ ইতিহাস
আমার চোখে আসে জল।

মুক্তিযুদ্ধ বেদনার দিন,
বিজয় সকল সুখের আনন্দ,
কষ্টের পর আসে জীবনে,
আসে সর্ব সুখের ছন্দ।।
===================
লেখক-কবি মুহাম্মদ সোলাইমান।
★শিক্ষক-গৌড়স্থান উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া।
★উপদেষ্টা-আখতারিয়া যুব ও সমাজ উন্নয়ন সংঘ, লোহাগাড়া।
★ সাধারণ সম্পাদক-লোহাগাড়া লেখক সাংবাদিক ফোরাম ও লোহাগাড়া কবিতা পরিষদ।
★ এডমিন-আলোকিত শিক্ষক পরিষদ সাইবার গ্রুপ।
★ সাংগঠনিক সম্পাদক-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম।
★ প্রচার সম্পাদক-স্বাধীনতা শিক্ষক পরিষদ, লোহাগাড়া শাখা।
★কার্যনির্বাহী সদস্য-নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখা।।

Leave A Reply

Your email address will not be published.