লোহাগাড়ায় আইটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

0 6

এমএসকে নিউজ :: চট্টগ্রামের লোহাগাড়ায় শাপলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হল রুমে Advance IT Skill Development & Motivational Training Programme অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন “আলোকিত বাংলাদেশ” ও আমজাদিয়া ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন “নাভিয়াসপ্ট” আইটি প্রতিষ্ঠান। আলোকিত বাংলাদেশ এর চেয়ারম্যান নূর মোহাম্মদ এর সভাপতিত্বে ট্রেনিং প্রদান করেন নাভিয়াসপ্ট এর সিইও কাজী আরমান। এসময় অনলাইন সিকিউরিটির বিভিন্ন দিক নিয়ে ট্রেনিং প্রদান করা হয়। অনুষ্ঠানে গেষ্ট স্পিকার হিসেবে ট্রেনিং দেন আমজাদিয়া ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহ, সিইও আব্বাস বিন ইদ্রিস।অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তি নির্ভর পেশা গড়তে তরুণদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লোহাগাড়া শাখার ব্যবস্থাপক হারুনুর রশীদ, আরডিএস ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সরওয়ার কামাল, ডায়মন্ড প্রবাসী গ্রুফের এম.ডি মোহাম্মদ আব্বাস উদ্দীন, লোহাগাড়া কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ওয়াহেদ হোসেন, প্রবাসী আব্দুল হামিদ টিপু চৌধুরী, সংগঠক আজাদ শেখ, আবদুল্লাহ আল মামুন, হাদিসুর রহমান মিসবাহ, মোহাম্মদ লোকমান প্রমূখ। ট্রেনিং এ লোহাগাড়ার বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.