জীবনের স্বপ্ন -মুহাম্মদ সোলাইমান

0 19

জীবনের স্বপ্ন
-মুহাম্মদ সোলাইমান

::এমএসকে নিউজ ডেস্ক ::

স্বপ্ন মানে আশা-আকাংখ্যা
স্বপ্ন মানে অনুপ্রেরণা,
স্বপ্ন মানে স্বপ্নিল কাব্য
জীবনের রঙিন আলোচনা।

স্বপ্ন মানে বাঁচার শত অবলম্বন
হাসি-কান্নার মাঝে বেঁচে থাকা,
স্বপ্ন সত্যি হওয়া বড় চাওয়া-পাওয়া
জীবন স্বপ্ন এক সুতোয় গাঁথা।

জেগে জেগে ঘুমের অভিনয়ে
কে পারবে তোমাকে জাগাতে,
কখনো স্বপ্ন বাস্তবে রূপ
রঙিন স্বপ্ন পারবে সাজাতে।

সুখের স্বপ্নে কখনো আসে দুখ
এটা তোমাকে মানতেই হবে,
দুখের স্বপ্নে কভু আসে সুখ
কঠিন কষ্টেও কেঁদোনা ভবে।

ক্ষণ দুনিয়ায় সুখের স্বপ্নে
হবেনা বেশি বিভোর,
অন্ধকারের মাঝেই পাবে
আলোকিত নতুন ভোর।

♦লেখক-কবি মুহাম্মদ সোলাইমান।
★শিক্ষক- গৌড়স্থান উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া।
★উপদেষ্টা- আখতারিয়া যুব ও সমাজ উন্নয়ন সংঘ, লোহাগাড়া।
★সহ সভাপতি- আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদ, লোহাগাড়া।।
★ সাধারণ সম্পাদক- লোহাগাড়া লেখক সাংবাদিক ফোরাম ও লোহাগাড়া কবিতা পরিষদ।
★ এডমিন- আলোকিত শিক্ষক পরিষদ সাইবার গ্রুপ।
★ প্রচার সম্পাদক- স্বাধীনতা শিক্ষক পরিষদ, লোহাগাড়া শাখা।
★কার্যনির্বাহী সদস্য- নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখা।।

Leave A Reply

Your email address will not be published.